প্রতিটি জেলায় নিযুক্তি পরীক্ষা কেন্দ্র হোক

বরাক তরঙ্গ, ২৯ জুলাই, সোমবার,
গামী বছরের মে মাসের মধ্যে আরও নিযুক্তি হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের বাইরের কোন লোক যেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিযুক্তি না হয় সেব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের প্রশংসা রাখে। তবে জেলাভিত্তিক হওয়া উচিত। এতে স্থানীয়দের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। আগেরবার বঞ্চিত হয় অনেক স্থানীয় প্রার্থী। এ-নিয়ে বরাক উপত্যকার চাকরি প্রত্যাশীর মনে ক্ষোভ দেখা দিয়েছিল সাম্প্রতিক অতীতে। তাই আগের সরকারগুলোর মতো স্থানীয়দের নিযুক্তি প্রদানে গুরুত্ব দেওয়া হোক।

এ ছাড়া পরীক্ষাকেন্দ্র প্রতিটি জেলায় হওয়া প্রয়োজন। বিশেষ করে বরাকের তিন জেলায় কেন্দ্র করা খুব আবশ্যক। জোনাল ভিত্তিতে পরীক্ষা দিতে গিয়ে আগের বহু চাকরি প্রত্যাশী দূরত্ব ও যোগাযোগের কারণেই বঞ্চিত হতে হয়েছে। বরাক উপত্যকার প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল শুধুমাত্র কাছাড় জেলায়। করিমগঞ্জ এবং হাইলাকান্দির ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এদের মৌখিক পরীক্ষা গুয়াহাটিতে গিয়ে দিতে হয়েছিল। এতে কষ্টের পাশাপাশি অনেক টাকা খরচ করতে হয়েছে। গরিব ঘরের প্রার্থীদের সমস্যা প্রকট হয়ে উঠেছিল। যেহেতু এবার তিন পর্যায়ে পরীক্ষা, তাই যোগ্যতা নির্ণায়ক এবং লিখিত পরীক্ষা নিজের নিজের জেলার মধ্যে ব্যবস্থা করা উচিত। জোনাল ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হোক।

Author

Spread the News