অগ্রসেন জন্মজয়ন্তী পালন আগরওয়াল সেবা সমিতির

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অগ্রসেন জন্মজয়ন্তী পালন করল আগরওয়াল সেবা সমিতি। জৈন ভবনে প্রদীপ প্রজ্জ্বলন ও গণেশ পূজার মাধ্যমে অগ্রসেন জয়ন্তী মহোৎসব শুরু হয়। অনুষ্ঠানে নৃত্য ও নাটক পরিবেশন করেন শিল্পীরা। এরপর আগরওয়াল জাগ্রতি মঞ্চের সভাপতি হীরা আগরওয়াল এবং সদ্য আগত সদস্যদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে সম্মানিত করা হয়। এ দিন সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অগ্রসেন জন্মজয়ন্তী পালন আগরওয়াল সেবা সমিতির

এ ছাড়া হীরা-বিনোদ আগরওয়াল, রীতা-সঞ্জয় আগরওয়াল এবং প্রীতি-বিক্রম সারাওগি তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনকারী দম্পতিদের সম্মানিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুশবু জালান ও শ্বেতা সারাওগি। চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়াল সব অতিথি এবং আগরওয়াল পরিবারকে স্বাগত জানান।

অগ্রসেন জন্মজয়ন্তী পালন আগরওয়াল সেবা সমিতির

এ দিকে, আগরওয়াল সেবা সমিতি ২০২৪ সালে মহারাজা অগ্রসেন চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে এবং ক্যান্সার হাসপাতালে অগ্রসেন ভবন এবং রোগীদের জন্য একটি ধর্মশালা নির্মাণের জন্য সরকারি জমি নিয়েছিল, কিন্তু কিছু কারণে এটি তৈরি করা যায়নি। সমাজকর্মী ববিতা রাজেন্দ্র বুদাকিয়া (আগরওয়াল) জাতীয় সড়কে তিন বিঘা দশ কাটা জমি দিয়েছেন, আধুনিক ও সুবিধা-সমৃদ্ধ অগ্রসেন ভবন এবং অন্যান্য প্রকল্প শুরু হয়েছে, তাই মহারাজা অগ্রসেন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত ইতিহাস বর্ণনা করেন এবং ঘোষণা করেন যে জমির প্রামাণিক নথি তৈরির সঙ্গে ২০২৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়াল। চেয়ারম্যান বলেন, অগ্রসেন ভবন নির্মাণ করতে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। তাই ভবন নির্মাণে সহযোগিতার জন্য উত্তর-পূর্বের আগরওয়াল সমাজের কাছে আবেদন রাখেন।

Author

Spread the News