মন্ত্রিসভায় বড় পরিবর্তনের সম্ভাবনা, বাদ পড়বেন চার জন

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ২০২৬ বিধানসভার প্রতি লক্ষ্য রেখে মন্ত্রিসভায় বড় পরিবর্তন হতে চলেছে। আগস্টে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। মন্ত্রিসভায় ছয় নতুন মুখের আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

পল্লবী লোচন দাস মন্ত্রিসভায় একটি আসন পেতে পারেন। রাজ্য বিজেপি সভাপতি বদল হতে পারে। ভবেশ কলিতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

চন্দ্রমোহন পাটোয়ারী রাজ্যসভা থেকে সাংসদ হতে পারেন। এ ছাড়াও রূপেশ গৌলা এবং সুশান্ত বরগোঁহাইর নাম দক্ষিণ থেকে উঠে আসছে। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারেন চারজন মন্ত্রী। নন্দিতা গারলোসা এবং সঞ্জয় কিষাণ চলে যেতে পারেন৷

যোগেন মোহন হতে পারেন পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি।

Author

Spread the News