সাংসদের মন্তব্যে ক্ষোভ, স্পষ্টীকরণ দাবি লোয়াইরপোয়ায় মণ্ডল বিজেপির
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : দলের সাংসদের বিরুদ্ধে পাথারকান্দির বিজেপি কর্মী মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার লোয়ারপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন দলীয় নেতারা। এও সাফ জানিয়ে দেন কংগ্রেসি কালচার আমদানি চলবে না দলে।
সম্প্রতি শিলচরে চা জনগোষ্ঠীর সভায় সাংসদ কৃপানাথ মালা আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় পাঁচটি আসনের দাবি উত্থাপন করেছিলেন। আর সাংসদের এহেন মন্তব্যে অসন্তুষ্টি দেখা দেয় দলীয় নেতাকর্মীদের মধ্যে।
বুধবার পাথারকান্দি বিধানসভার লোয়ারপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলীয় নেতারা। তাঁরা বলেন, একজন সাংসদ হয়ে কী করে এমন মন্তব্য করতে পারেন কৃপানাথ মালা। এ বিষয়ে দলীয় হাইকামান্ডের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে বলে জানান মণ্ডল পদাধিকারী। পরে মণ্ডল সভাপতি হৃষিকেশ নন্দী বলেন গত ১৬ নভেম্বর সাংসদ একটা মন্তব্য করেছেন সেটা সাম্প্রদায়িক ভিত্তিক।যা তাঁর করা উচিত হয়নি। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে দলীয় কর্মকর্তা এবং এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমাজের ভোট পেয়ে জয়ী হয়েছেন কৃপাবাবু। কিন্তু তাঁর একটি সম্প্রদায় ভিত্তিক কথা বলা ঠিক হয়নি। এজন্য কর্মী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই জেলার প্রতিটা মণ্ডল মিলে এ বিষয়ে জেলা সভাপতির মাধ্যমে প্রদেশ সভাপতি সকাশে পত্র প্রেরণ করা হয়েছে।
হৃষিকেশবাবু আশা ব্যক্ত করে বলেন নিশ্চয় সাংসদ নিজ মন্তব্য সম্পর্কে স্পষ্টীকরণ দেবেন। তাঁর কথায় যে কোন সংগঠন তাঁদের দাবি পেশ করতে পারে। তবে নির্বাচিত প্রতিনিধি এক সম্প্রদায় নিয়ে মন্তব্য করাটা দলের পরিপন্থী। বিজেপি সৃষ্টি হয়েছে সবাইকে নিয়ে চলার উদ্দেশে। এক সম্প্রদায় পক্ষে মন্তব্য মন্ত্রী সাংসদ, বিধায়ক বা সংগঠনের মণ্ডল সভাপতি বা জেলা সভাপতি করতে পারেন না। সেটা কংগ্রেসি সংস্কৃতি।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁন্দখিরা জিপির প্রাক্তন সভাপতি সহ মণ্ডলস্তরের নেতাকর্মী, বিভিন্ন জিপির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।