বোতল থেকে ওষুধের সঙ্গে বেরিয়ে এল পচাগলা মাছি

বরাক তরঙ্গ, ১২ জুলাই : ওষুধের বোতল থেকে বের হল পচাগলা মাছি। এমন অভিযোগ তুলেন জয়দীপ দাস নামে এক অভিভাবক। লক্ষীপুর শহরের বাসিন্দা জয়দীপ দাস জানান, ১৮ মাসের শিশু সন্তান জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার বিকেলে নিয়ে যান চিকিৎসকের কাছে। চিকিৎসকের প্রেকসিপশন অনুযায়ী জয়দীপ দাস একটি ফার্মাসি থেকে ওষুধ ক্রয় করেন। ‘পেসিমল এমএফ ১২৫’ নামের জ্বরের ওষুধটি কিনে রাতে একবার খাওয়ানোও হয় শিশুটিকে। শেষ রাতের দিকে শিশুটির জ্বর বেশি হওয়ায় আবার দ্বিতীয় ডোজ খাওয়াতে গেলে এই বিপত্তি ঘটে। সেই ওষুধের বোতল থেকে বেরিয়ে আসে একটি মরাপচা মাছি। ওষুধের বোতল থেকে পচা মাছি বেরিয়ে আসায় চিন্তায় পড়ে যান শিশুটির অভিভাবক।

জয়দীপ জানান, কচিকাঁচাদের ওষুধ তৈরিতে এত খামখেয়ালিপনা মেনে নেওয়া যায় না। ওষুধের বোতল থেকে মাছি বেরিয়ে আসার বিষয়টি ফার্মাসি মালিককে অবহিত করেছেন জয়দীপ। ফার্মাসি মালিক জয়দীপকে বলেন আমরা তো সিলপ‍্যাক থাকা ওষুধ ক্রয় করে খুচরো বিক্রয় করে থাকি। বোতলের ভিতরে কি রয়েছে সেটা দেখার কোন সুযোগ নেই।

Author

Spread the News