সরকারি চিকিৎসকদের নিয়ে নির্দেশনা জারি মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ৩০ জুন : বড় নির্দেশনা দিলেন মুখ্যমন্ত্রী। অনেক সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি আনলেও কিছু চিকিৎসক স্বভাবতই অসন্তুষ্ট। রবিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরকে একটি নির্দেশনা জারি করেছেন যে সরকারি চিকিৎসকরা আর ডিউটিতে থাকাকালীন কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না।
এমনটা করলে এ ধরনের চিকিৎসকদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে অনেক দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।
সম্প্রতি দেখা গেছে, রাজ্যের অনেক সরকারি চিকিৎসক ডিউটির সময় বেসরকারি হাসপাতালে কাজ করছেন। এর মধ্যে অনেক চিকিৎসককে স্বাস্থ্য বিভাগ সাসপেন্ড করেছে। স্বাস্থ্য অধিদফতরের কঠোর নির্দেশের পর এমন কিছু চিকিৎসক যারা এ ধরনের কাজ করছেন তারা কী ব্যবস্থা নেবেন সেটাই দেখার বিষয়।