রণজিতে রেকর্ড শিলচরের রাহুল সিংয়ের, একাই নিলেন ৬ উইকেট

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শুক্রবার কেরিয়ারের সেরা বোলিং করে ৪৬ রানে ৬ উইকেট শিকার করে রণজিতে শিলচরের হয়ে রেকর্ড গড়লেন রাহুল সিং। শিলচরের বোলারদের মধ্যে রনজি ক্রিকেটে এটাই ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এর আগে ৫ উইকেট নিয়েছিলেন শিলচরের প্রীতম দাস ও সুনীল ভট্টাচার্য। উল্লেখ্য, মর্যাদার রণজি টুর্ণামেন্টে আসাম রাজ্যে দলের হয়ে খেলছেন শিলচরের রাহুল সিং।
ডিব্রুগড়ের জালান আউটডোর স্টেডিয়ামে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হয়েছে রনজি ট্রফির ম্যাচ। আসামের হয়ে প্রথম দিনের প্রথম ওভারটা বল করলেন বাঁহাতি স্পিনার রাহুল সিং।

সকালে অসম অধিনায়ক রিয়ান পরাগ যখন রাহুলের হাতে বল তুলে দিলেন, তখনই বোঝা গিয়েছিল খেলা হবে। শীতের সকালে বা যেকোনো টেস্ট ম্যাচের শুরুর দিকে পেস বোলারদের হাতে বল দেখা যায়। রিয়ানের ব্যতিক্রমী সিদ্ধান্ত দারুন ভাবে কাজ দিল। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট হাতিয়ে নিলেন রাহুল। অন্যপ্রান্তে বল করছিলেন করিমগঞ্জের ছেলে মুক্তার হুসেন। মুক্তারের বেড়ে ওঠা ডিব্রুগড়ে মামার বাড়িতে। অর্থাৎ তিনি সেখানকার ঘরের ছেলে। উভয়ে মিলে ৭০ রানের মধ্যে ছয়টি উইকেট হাতিয়ে নিলেন। এর মধ্যে যেমন রয়েছে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা হনুমা বিহারী, তেমনি আছেন দলের অধিনায়ক রিকি ভুই। মনে হচ্ছিল অন্ধ্রপ্রদেশ তিন অঙ্কের পৌঁছতে পারবে না। কিন্তু শোয়েব মহম্মদ খান ও নীতিশ কুমার রেড্ডি সপ্তম উইকেট জুটিতে ১১৩ রান যোগ করায় অবস্থার পরিবর্তন ঘটে। শোয়েব করেন ৬৩ রান। তাঁকে রিয়ানের হাতে ক্যাচ করিয়ে পার্টনারশিপ ভাঙেন রাহুল সিং। এরপর নীতীশকে আউট করেন আকাশ সেনগুপ্ত। আর, মণীষ গোলামারুকে লেগ বিফোর করে ইনিংস শেষ করে ফেলেন রাহুল। আর তার এই অনবদ্য বোলিংয়ে অন্ধ্রপ্রদেশ ১৮৮ রানে অলআউট হয়। মুক্তার ও আকাশ দুটি করে উইকেট পেয়েছেন। জবাবে দিনের খেলা শেষে আসামের প্রথম ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান। ঋষভ দাসের সঙ্গে ব্যাট করছেন রাহুল হাজারিকা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News