কৈবর্ত্য সমাজের উপর হওয়া আক্রমণের জবাব মিলবে নির্বাচনে, হুংকার পরিষদের

কৈবর্ত্য সমাজ উন্নয়ন পরিষদ শিলচর কেন্দ্রীয় কমিটি বহাল

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বরাক উপত্যকা কৈবর্ত্য সমাজ উন্নয়ন পরিষদ শিলচর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত সভায় বিগত তিন বছরের ক্ষতিয়ান তুলে ধরার পাশাপাশি সমাজের সার্বিক স্বার্থে পরিষদের পক্ষে গ্রহন করা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও জনসমক্ষে প্রকাশ করেছেন তাঁরা। এছাড়া বিগত দিনে সমাজের উপর হওয়া আক্রমণ ও হিন্দু মা-বোনদের অপমানের প্রসঙ্গ তুলে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদের কর্মকর্তারা। পরিষদের উপর হওয়া আক্রমণের জবাব আসন্ন লোকসভা নির্বাচনে দেওয়া হবে বলে এদিন হুংকার দিয়েছে পরিষদ। কৈবর্ত্য সমাজ উন্নয়ন পরিষদের সদস্যরা তীব্র ক্ষোভের সাথে জানিয়েছেন, হিন্দু মা-বোনদের অপমান সহ পরিষদের উপর যেভাবে আঘাত আনা হয়েছে, তাঁর সমাধান না করে স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনে ঘি ঢেলে তালি বাজিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের একহাত নিয়ে আগামীতে সমাজকে নিয়ে নেতা-মন্ত্রীদের ছেলেখেলা কখনও বরদাস্ত করা হবে না বলেও এদিন হুসিরারি দিয়েছেন তাঁরা।

কৈবর্ত্য সমাজের উপর হওয়া আক্রমণের জবাব মিলবে নির্বাচনে, হুংকার পরিষদের

সাধারণ সভায় পরিষদের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে কার্যালয় নির্মাণের জন্য জমি দান সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সমাজের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে অনেক মতামত গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরনো কমিটিকে আগামী তিন বছরের জন্য বহাল রেখে শিলচর আসন থেকে যেকোনো দলের তপশিলি প্রার্থীকে পরিষদ গ্রহণ করবে বলে এদিন ঘোষণা করেছেন তাঁরা। সভায় পুরনো কমিটির বিভিন্ন পদে বহাল থাকা সকল সদস্যদের এদিন উষ্ণ সংবর্ধনা প্রদান করে স্বাগত জানিয়েছেন সমাজের জনগণ। পরিষদ আগামীতেও সমাজের সার্বিক উন্নয়নে তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সভাপতি সুজিৎ দাস চৌধুরী।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News