স্বাধীনবাজার জিপিতে সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : স্বাধীনবাজার জিপির দুর্নীতি নিয়ে সরব হলেন এলাকার নাগরিকরা। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে জিপির কেলেঙ্কারির তথ্য তুলে ধরেন একাংশ নাগরিক। এতে তাঁরা জানান, বহু জিপিতে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে তৎকালীন জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত সম্প্রতি গ্রেফতার হয়েছেন। ক্ষুব্দ একাংশ নাগরিকরা জিপির কেলেঙ্কারির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন।

ভুয়ো কাজ দেখিয়ে প্রকল্প আত্মসাতের চিত্র তুলে তাঁরা জানান, স্বাধীনবাজার আল সিরাত মিশন স্কুলের নির্মিত দেওয়াল দেখিয়ে চতুর্দশ অর্থ কমিশনের টাকা গায়েব করা হয়েছে। এভাবে ৮৬৭ নং বড়ভাউড়ি এলপি স্কুলে শৌচাগার নির্মাণের নামে আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে। ঠিক তদ্রুপ আরেকটি নির্মিত সিসি ব্লকের রাস্তার উপর প্রকল্প ধরে ইন্টারেস্ট তহবিল থেকে অর্থ বরাদ্দ করে টাকা আত্মসাৎ করা হয়েছে।

স্বাধীনবাজার জিপিতে সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের দাবি

এনিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নিতে তাঁরা দাবি জানিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনে দুর্নীতির তথ্য গুলো তুলে ধরেন রশিদ আহমেদ লস্কর, মিনাজুল হক বড়ভূইয়া, আমিনুর রশিদ লস্কর, সুহাইল আহমেদ লস্কর, টিটু মনি লস্কর প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News