শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সভা ধলাইয়ে

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধলাই থানা এলাকার প্রতিটি পূজা কমিটি নিজ দায়িত্বে সুষ্ঠু ভাবে পূজা সম্পন্ন করতে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। বুধবার থানা এলাকার প্রতিজন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ও প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ধলাইয়ে। সভায় বক্তব্য রাখেন ধলাই থানার এস আই প্রাঞ্জল লোকরা, এএসআই সন্তোষ কুমার দাস, ভিডিপির সিওভিডিও রেবুল হোসেন প্রমূখ।

প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পুজা কমিটি ও ভিডিপি সম্পাদকদের নির্দেশ করা হয় যে নিরাপত্তা সহকারে পুজোর চারটা দিন পালন করতে সবাইকে সচেতন থাকতে হবে। পুজোয় কোনোধরনের অসামাজিক কার্যকলাপ না ঘটে সেদিকে নজর রেখে চলতে হবে। প্রতিটি পূজা মণ্ডপে অগ্নি নির্বাহক বালু ও জল তৎসঙ্গে সাময়িক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ প্রশাসনের। তাছাড়া রাত্রি ১১ টা পরে লাউড স্পিকার বাজানো বর্জিত। পুজোর সপ্তমী থেকে দশমীর বিসর্জ্জন অবধি সক্রিয়ভাবে সবাইকে অংশগ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহবান জানানো হয়।
প্রতিবেদক : বিবেক দাস, ধলাই।

Author

Spread the News