হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংসের হুমকি ইজরায়েলের

১৬ অক্টোবর : লেবাননকে হুমকি ইজরায়েলের। যুদ্ধ ছড়িয়ে পড়লে, হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইজরায়েল। হিজবুল্লাহর হামলার জবাবে ইজরায়েলের যুদ্ধবিমান থেকে লেবাননে বোমা হামলা চালানো হয়েছে।

আর ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সতর্কতা দিয়েছে, যুদ্ধে জড়ালে দেশটিকে ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আশঙ্কা প্রকাশ করেছে যে, হামাসের সঙ্গে ইজরায়েলের এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ। এমন আশঙ্কার মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল।

বলা হয়েছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলায় ইজরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হওয়ার পর ওই হামলা চালিয়েছে ইজরায়েল। অনলাইন টেলিগ্রাফ এ খবর দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হানেগবি। পশ্চিমা দেশগুলো এই যুদ্ধ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সতর্ক করেছে। তা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সে জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তারা। বিশেষ করে ইরানকে দূরে রাখতে ভূমধ্যসাগরে দুটি যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

Author

Spread the News