পুরোহিতদের সমাজে বিশিষ্ট স্থান : স্বামী গণধীশানন্দজি

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পুরোহিত সমাজ সমাজের বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। স্বাত্বিকভাবে শুদ্ধ মন্ত্র উচ্চরণের মাধ্যেম সমাজে শুদ্ধ পরিবেশ তৈরী করেন। শুক্রবার শিলচর গোপাল আখড়ায় বরাক ব্রাহ্মণ পরিষদ আয়োজিত দুর্গাপূজার উপর তিনদিনের পুরোহিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বললেন শিলচর রামকৃষ্ণ মিশণের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ।

ব্রাহ্মণ পরিষদের পুরোহিত প্রশিক্ষণ শিবির_____

তিনি বরাক ব্রাহ্মণ পরিষদের ভূয়সী প্রংশসা করে বলেন, এধরনের প্রশিক্ষণ শিবিরের খুবই প্রয়োজন সমাজে। তিনি দুর্গাপূজার বিভিন্ন দিক তুলে ধরেন তাঁর বক্তব্যে। এদিন বাগদেবী সরস্বতীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন গণধীশানন্দজী। সঙ্গে উপস্থিত ছিলেন বরাক ব্রাহ্মণ পরিষদের উপদেষ্টা তথা প্রাক্তন সভাপতি পীযূষ চক্রবর্তী, উপদেষ্টা অশোকবিজয় ভট্টাচার্য, বর্তমান সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী, সহসভাপতি স্বপন চক্রবর্তী।

অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করেন পরিষদের পক্ষে সুমন ভট্টাচার্য, দিগেন্দ্র ভট্টাচার্য, চণ্ডীপাঠ করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক গৌতম চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনন্যা আচার্য। তারপর শুরু সংক্ষিপ্ত সভা। সভা পরিচালনা করেন পরিষদের সহ সম্পাদক দীপক ভট্টাচার্য। বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। তাঁদের বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ে পুরোহিত প্রশিক্ষণ শিবিরের প্রয়োজনীয়তা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বরাক ব্রাহ্মণ পরিষদের সম্পাদক মৃদূলকান্তি ভট্টাচার্য। এদিন শিবিরে শিলচর, লালা, হাইলাকান্দি, বড়খলা, লক্ষীপুর, শালগঙ্গা, ধর্মনগর থেকে পঞ্চাশ জন প্রশিক্ষার্থীরা অংশ নেন। শিবিরের প্রথমদিনে নবপত্রিকা বন্ধন।

Author

Spread the News