রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : সংখ্যালঘু যুবককে জীবন্ত পোড়ানো, সংবাদপত্র দপ্তরে অগ্নিসংযোগ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও শিশু হত্যা—সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গলরাজ কায়েম বাংলাদেশে। নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম এতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসামে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা জানিয়েছে। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে সিটিভও কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের তত্বাবধায়ক নিষ্ক্রিয়তায় জঙ্গলরাজ ছড়াচ্ছে। এ নিয়ে তিনি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি অসমকেও সতর্ক থাকা আবশ্যক বলে মনে করেন।
সাংবাদিক সম্মেলনে ড. তপোধীর ভট্টাচার্য বাংলাদেশের এই নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “সাংস্কৃতিক হামলা সংস্কৃতির উপর আঘাত; তার মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। আতাউর মাঝারভূইয়া দাবি করেন, “সীমান্তবর্তী অসমে অশান্তির আশঙ্কা; কেন্দ্র-রাজ্য সরকার সংখ্যালঘু সুরক্ষায় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো দাবি জানান। বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থও।


