১০৮ মৃত্যুঞ্জয় কর্মীদের আন্দোলনে এআইসিসিটিইউ-এর পূর্ণ সমর্থন

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এআইসিসিটিইউ (AICCTU)-এর অসম রাজ্য কমিটি। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য সভাপতি বীরেন কলিতা এবং সম্পাদক বলিন্দ্র শইকিয়া বলেন, “অসমে আন্দোলন শেষ হয়ে গেছে বলে বারবার দাবি করা হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনবিরোধী ও শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধেই আজ সমাজের সমস্ত অংশের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। ১০৮ মৃত্যুঞ্জয় কর্মীরা আজ তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেওয়ার পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রী অশোক সিংহল নতুন করে কর্মী নিয়োগের যে মন্তব্য করেছেন, তা ইউনিয়ন তীব্র ভাষায় নিন্দা করেছে এবং আগুন নিয়ে খেলতে না করার জন্য মন্ত্রীকে সতর্ক করেছে।

তাঁরা অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে ৩০০০-রও বেশি দক্ষ মৃত্যুঞ্জয় কর্মীকে তাঁদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁদের প্রাপ্য পিএফ, গ্র্যাচুইটি এবং ন্যূনতম মজুরি এখনো দেওয়া হয়নি। জরুরি পরিষেবাকে বেসরকারি সংস্থা GVK EMRI-এর অধীনে দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরকার কার্যত অসমের এই কর্মীদের শোষণের লাইসেন্সই দিয়েছে।

এআইসিসিটিইউ আরও জানায়, জিভিকে সংস্থার মাধ্যমে বছরের পর বছর ধরে এই কর্মীদের শোষণ বন্ধ করে ১০৮ পরিষেবাকে সরকারি অধীনে এনে কর্মীদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার যুক্তিসঙ্গত দাবি উপেক্ষা করে আন্দোলনকারীদের হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়।

সংগঠনের মতে, বর্তমান বিজেপি সরকার কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং বেকারত্ব বাড়াতেই বেশি ব্যস্ত — যা তাদের কর্মকাণ্ডেই প্রমাণিত। ইউনিয়ন সরকারকে সব ধরনের ষড়যন্ত্র থেকে সরে এসে ১০৮ মৃত্যুঞ্জয় কর্মীদের ন্যায্য দাবি পূরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। অন্যথায়, কর্মীদের বিরুদ্ধে নেওয়া যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *