রাজ্য পর্যায়ে রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহে কাছাড়ের ১২ জন অংশ নিলেন

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ৩১তম রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহে রাজ্য পর্যায়ে বিজ্ঞান প্রকল্প উপস্থাপনের জন্য কাছাড় থেকে ১২ জন শিশু বিজ্ঞানী হাফঙের উদ্দেশ্যে শিলচর থেকে রওয়ানা হয়েছেন। রয়েছেন সর

দলে রয়েছেন স্বতী শিশু নিকেতন ডলুর সন্দীপ সিংহ, হিরণপ্রভা দেব শিশু মন্দিরের ধ্রুবজ্যুতি সেন ও শুভজিৎ তালুকদার, উজন তারাপুর হাইস্কুলের খাদিজা বেগম লস্কর, রাজা জিসি হাইস্কুলের রুহিনা বেগম বড়ভূইয়া, সূর্যকুমার হাইস্কুলের দীপঙ্কর চন্দ, গুলেজর আলি এমই স্কুলের আলকুমা বেগম মজুমদার, মহর্ষি বিদ্যামন্দির স্কুলের অধ্যয়ন বণিক ও অভিজ্ঞান নাথ, ডিএনএনকে এইচএস স্কুলের তানিয়া দেবনাথ। নূতন কাঞ্চনপুর এমই স্কুলের পূজা দেব। ডলু সরস্বতী শিশু নিকেতনের শিবাজী দেব পুরকায়স্থ। এদের সঙ্গে এসকর্ট হিসাবে রয়েছেন সুমিতকুমার দেওয়ানজি শিক্ষক মহর্ষি বিদ্যামন্দির স্কুল ও ঝর্ণা দাস শিক্ষিকা ডলু সরস্বতী শিশু নিকেতন।

এ ছাড়া রয়েছেন জেলা সংযোজক পল্লবকান্তি দেব, জেলা শৈক্ষিক সংযোজক শৈকতেন্দু দেবতায় এবং রাজ্য যুগ্ম সম্পাদক এনসিএসসি অসম এর অনিল পাল। উল্লেখ্য, বুধবার থেকে শুরু হয়েছে চারদিনের জন্য রাজ্য পর্যায়ে বিজ্ঞান সমারোহ হফলঙে।

Author

Spread the News