৫.৩ রিক্টার স্কেলে কেঁপে উঠল পাকিস্তান

১২ এপ্রিল : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। শনিবার দুপুরে পাকিস্তানের ভূমিকম্পের রেশ পড়েছে ভারতেও। মৃদু কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরেও। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশের নাগরিকদের মধ্যে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয় পাকিস্তানে। কম্পনের উৎসস্থল ছিল ইসলামাবাদের খুব কাছেই। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পাকিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। যদিও ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় পরবর্তীতে একাধিক আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫.৩ রিক্টার স্কেলে কেঁপে উঠল পাকিস্তান

Author

Spread the News