ঝরাগুলে ছন্তর বাজারের উদ্বোধন জেলা পরিষদের সিইও-র

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সোনাই ব্লকের দক্ষিনমোহনপুর জিপির  ঝরাগুল বাজারে নাবার্ডের অর্থানুকুল্যে জেলা পরিষদের সহযোগিতায় ১০ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে ছন্তর বাজারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলা পরিষদের  সিইও। শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকাবাম, এলডি এমডি কে গুপ্তা, জিপি সভাপতি নির্মলকান্তি দাস, এপি সদস্য মছদ্দর আলি আহমেদ সহ অনেকে।

২০১৯ সালে তদান্তীত জেলাশাসক কির্তী জল্লি ও অসম বিধানসভার ডেপুটি স্পিকার  আমিনুল হক লস্করের হাত ধরে  প্রকল্পের কাজের আনুষ্টানিক সূচনা  করা হয়েছিল। কোভিড সহ বিবিন্ন প্রতিকুলতার কারনে একটু দেরিতে হলে সুন্দর ভাবে কাজটি শেষ হওয়ায জেলা পরিষদের সিইও  রঞ্জিতকুমার লস্কর স্থানীয় এপি সদস্য মসদ্দল আলি আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন।

ঝরাগুলে ছন্তর বাজারের উদ্বোধন জেলা পরিষদের সিইও-র

নাবার্ডের এলডিএম রবিশঙ্কর লিকাবাম জানান  গ্রামীন এলাকায় ছন্তরবাজার নির্মানের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন  তারা। আরও কয়েকটি গ্রামে এভাবে ছন্তর বাজার নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি এও  বলেন, ছন্তরবাজার নির্মাণ করে দিয়েছে সরকার। এর রক্ষণাবেক্ষনের দায়িত্ব স্থানীয় জনগণ ও বাজার কর্তৃপক্ষের। ছন্তরবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করে ঐ অর্থ দিয়ে ছন্তরবাজারে বিদ্যুৎ সহ পরিকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি। এপি সদস্য মসদ্দর আলি আহমেদ বলেন, এই প্রকল্পটি ছিল আমার স্বপ্ন। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে উদ্বোধন করতে পেরে নিজের শ্রম সার্থক হয়েছে বলেও মন্তব্য করেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News