৭ কোটি টাকার হেরোইন সহ মহিলা গ্রেফতার লক্ষীপুরে
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মাদক বিরোধী অভিযানে আবারও এক বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশের একটি দল। এবার এক দুই কোটি নয়, এক অভিযানে ৭ কোটি টাকা মূল্যের সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে লক্ষীপুর থানার অন্তর্গত লাবকপার চতুর্থ খণ্ডের এক বাড়িতে অভিযান চালিয়ে ৭ কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি এক মণিপুরি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শিলচর ক্রাইম ব্রাঞ্চের দল, লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং এবং জয়পুর থানার ওসি সুবোধ গগৈর নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে প্রথমে ৫৮ টি সাবান কেসে প্রায় ৭৫০ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ এক মহিলাকে আটক করে পুলিশের দল। মহিলার নাম মিনাকুমারী শর্মা বলে জানা গেছে। সেখান থেকে ধৃত মিনাকুমারী শর্মাকে লক্ষীপুর থানায় নিয়ে আসা হয়।
তার দেওয়া তথ্যে ফের অভিযান চালিয়ে আরও ৪২ টি প্লাস্টিকের বাক্সে ৯২০ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। পরপর দুবার অভিযান চালিয়ে মোট ১০০টি প্লাস্টিকের বাক্সে ১.৬৪০ গ্রাম পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে লক্ষীপুর থেকে পুলিশের এটাই সর্ববৃহৎ সাফল্য।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।