শ্রীভূমি, সাধুবাদ মুখ্যমন্ত্রীকে মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নামে নামকরণ করার সরকারি সিদ্ধান্তের জন্য  সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে ধন্যবাদ জানিয়েছে। পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে বলেন, পরিষদ অবশ্য বছর কয়েক আগে করিমগঞ্জ জেলাকে পূর্ব শ্রীহট্ট বা ইস্ট সিলেট নামে নামকরণ করার দাবি জানিয়েছিল। কাজেই শেষ পর্যন্ত জেলাটির নাম শ্রীভূমি করায় পরিষদ খুশী -যেহেতু এক সময়ের বৃহত্তর শ্রীহট্ট জেলার অংশ করিমগঞ্জ বতর্মানে শ্রীভূমি হওয়াতে এই নামের মধ্যে শ্রীহট্টের গন্ধ পাওয়া যাবে। 

তিনি আরও বলেন, নাম পরিবর্তন করেই সরকারকে ক্ষান্ত থাকলেই হবে না। এর  সঙ্গে সঙ্গে জেলাটির সার্বিক উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে। যেমন করিমগঞ্জ মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ তরান্বিত করা সহ বদরপুর ঘাটে রেলওয়ে লাইনের ওপর ফ্লাই ওভার নির্মাণ করা ইত্যাদি।

শ্রীভূমি, সাধুবাদ মুখ্যমন্ত্রীকে মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের

Author

Spread the News