নুমালিগড় শোধনাগারে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বন্য হাতি

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুমালিগড় শোধনাগারে মৃত্যু ঘটল একটি বন্য হাতির। এনআরএলের আরবান বাটারফ্লাই পার্কে বিদ্যুতের লাইনে ধাক্কা লেগে প্রাপ্তবয়স্ক হাতিটি মারা গেছে।

হাতির মৃত্যু রহস্যময় পরিস্থিতিরসৃষ্টি  হয়েছে। হাতিটি প্রথমে একটি এক্সকেবেটর লাগিয়ে   খনন করে এবং শোধনাগার নগর কর্তৃপক্ষ গোপনে কবর দেয়।

এনআরএল-এর মানবসম্পদ ও জনসংযোগ দফতরের আধিকারিকরা গোলাঘাট বন দফতরকে ঘটনার কথা জানান। গোলাঘাট বন কর্তৃপক্ষের আধিকারিক সুশীল কুমার ঠাকুর এবং বন বিভাগের একটি দল উপস্থিত হয়।

সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত করেন ডিএফও ঠাকুরিয়া। বন দফতরও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। সন্ধ্যায় নেমে আসায় ডিএফও বনকর্মীদের কাছে দায়িত্ব দিয়ে পুঁতে রাখা অবস্থায় চলে যান। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এনআরএল হাতিটিকে অন্ধকারে পুঁতে দিয়েছে বন বিভাগসহ এ নিয়ে প্রকৃতি প্রেমিরা ক্ষোভ ব্যক্ত করেন।

Author

Spread the News