সাংস্কৃতিক আবহে ভোটার সচেতনতা কাটলিছড়া এসকে রায় কলেজে

সাংস্কৃতিক আবহে ভোটার সচেতনতা কাটলিছড়া এসকে রায় কলেজে

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : নাচে গানে, কবিতায়, নাটক, কুইজ এবং বক্তৃতার মাধ্যমে নতুন ভোটারদের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সচেতন করতে বৃহস্পতিবার কাটলিছড়া এসকে রায় কলেজে এক ভোটার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন মূলত এসকে রায় কলেজের এনএসএস ইলেকট্ররেল লিটারেসি ক্লাবের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিকের পক্ষে এসভিইইপি সেলের ব্যবস্থাপনায় এই জাঁকজমকপূর্ণ ভোটার সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন কলেজের সভাগৃহে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন  করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে রাজেন সিংহ, উপাধক্ষ তথা অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান  সুপ্রিয় মজুমদার সহ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অপর্ণা দেব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বর্ণালী ভট্টাচার্য, সহকারী অধ্যাপক মানিক গুপ্ত, সহকারী অধ্যাপক মনিষ রায়, সহকারী অধ্যাপক সোমা দে, এন এস প্রোগ্রাম অফিসার বিমান ভট্টাচার্য এবং আইকিউএসি সেলের সংযোগক উদয়শংকর চক্রবর্তী অন্যান্যরা।

স্বাগত জানান সহকারী অধ্যাপক উদয়শঙ্কর চক্রবর্তী। জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু  কলেজ কর্তৃপক্ষ সহ প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক এই পর্বের প্রয়োজনীয়তা এবং তাদের দায়িত্ব কর্তব্য সহ  বিশদ ব্যাখ্যা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সেল সদস্য শংকর চৌধুরী। তিনি বলেন, ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন। আর এতে নবাগত ভোটারদের দায়িত্ব ও অনেক গুন বেড়ে গেল। জেলা প্রশাসনের নির্বাচনী ম্যাসকট পায়রা সম্পর্কে আলোকপাত করে নির্বাচন সম্পর্কে বিশদ আলোচনা করেন বিজয়িনী ভট্টাচার্য। কলেজের এনএসএস সংযোজক ডঃ বিমান ভট্টাচার্য জানান এবছর এক কোটির উপর নতুন ভোটার রয়েছে। তাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থায় তাদের অংশ গ্রহণ বিশেষ জরুরি। ভোটার শপথ বাক্য পাঠ করান শংকর চৌধুরী। বিশিষ্ট নৃত্য শিক্ষক অরিন্দম রক্ষিতের পরিচালনায় এক সমবেত লোক নিত্য উপহার দেন প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ছাত্রীরা।

সাংস্কৃতিক আবহে ভোটার সচেতনতা কাটলিছড়া এসকে রায় কলেজে

সেল সদস্য হৃদম ঘোষের পরিচালনায় লোকসভা নির্বাচন উপলক্ষে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে অবগত করতে এক তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিপ্লব দাসের পরিচালনায় নির্বাচন সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কলেজ প্রাঙ্গনে পথনাটিকা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চরিত্রে শ্রেষ্ঠ সদস্যরা অভিনয়ের মাধ্যমে নির্বাচন এবং নির্বাচনে ভোট যাদের কর্তব্য এবং অধিকার সম্পর্কে এক সুন্দর বার্তা পৌঁছে দেন। তাছাড়াও ছিল সমবেত নৃত্য।

সাংস্কৃতিক আবহে ভোটার সচেতনতা কাটলিছড়া এসকে রায় কলেজে

কলেজের প্রাক্তন ছাত্র রাঘব চন্দ জানান, তিনি নতুন ভোটারের অভিজ্ঞতার উপর একটি বই তৈরি করছেন এতে নতুন ভাবে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারা ও লিখিত ভাবে প্রবন্ধ পাঠাতে পারেন। এদিন কলেজ কর্মী সজল দাস গুপ্ত সহ নির্বাচনী প্রচার বিভাগের পক্ষে কয়েস আহমেদ বড়ভূইয়া, রাহুল পাল,সড্যজিৎ দেব সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যাপক সহযোগিতা করেন।

Author

Spread the News