ভিডিপি সম্পাদক অনুপের নিথর দেহ বাড়িতে পৌঁছল, দশ দিনেও কাউকে ধরতে পারেনি পুলিশ, ক্ষোভ

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : ধলাইের চান্নিঘাটে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত ভিডিপি সম্পাদক অনুপ দাশের মৃত্যু হয় গৌহাটি মেডিক্যাল কলেজে। দশদিন চিকিৎসার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনুপ। মঙ্গলবার শেষ বিদায় জানাতে অনুপের বাড়িতে অসংখ্য মানুষের ভিড় জমায়েত হয়। এক মর্মাহত ঘটনার শিকার হলেন কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ। বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয়রা।
উল্লেখ্য ধলাই থানাধীন চান্নিঘাট গ্রামে কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ দাশের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। গত ৩১ ডিসেম্বর শনিবার প্রতি দিনের মতো নিজের কর্তব্য পালনে গিয়েছিলেন ভিডিপি সম্পাদক অনুপ। তবে আর বাড়ি ফেরা হলো না তার। দুষ্কৃতকারীদের হাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। টানা দশদিন চিকিৎসার পর অবশেষে সোমবার মারা যান তিনি।

ময়নাতদন্তের পর মঙ্গলবার অনুপ দাশের মৃতদেহ পৌছায় বাড়িতে। অনুপ দাশকে শ্রদ্ধা ও পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ভিড় পরিলক্ষিত হয়। কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ দাশের উপর প্রাণঘাতী হামলা চালানো দুষ্কৃতিকারী এখনও গ্রেফতার হয়নি, তাই বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা। এ ব্যাপারে বরাক ভ্যালি পাটনি পরিষদের কর্মকর্তা সঞ্জন কুমার পুরকায়স্থ জানান, কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ দাশের উপর যারা হামলা করেছে, দশ দিন পেরিয়ে গেলেও দোষীদের এখনও পুলিশ আটক করতে পারেনি। তাই বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। তাছাড়া পরিবারের আর্থিক সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রয়াত অনুপ কান্তি দাশ পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার মৃত্যুতে ৮৫ বছরের বৃদ্ধ মা মিনু রাণী দাশের কোল শূন্য হয়ে যায়।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News