ঝাঞ্ঝারবালি গ্রামের রাস্তা বেহাল, ক্ষোভ
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : সোনাই সাতকরাকান্দি জিপির ৯ নম্বর গ্রুপের ঝাঞ্ঝারবালি গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবি তুললেন এলাকার জনগণ। ভুক্তভোগী স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামের কচিকাঁচা পড়ুয়া সহ সাধারণ মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এনিয়ে সংশ্লিস্ট বিভাগ ও স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার নজরে আনলেও কোনও কাজ হয়নি। বরং বিধায়ক নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাটি সংস্কার করে দেবেন। কিন্তু কথা দিয়ে কথা না রাখায় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শীঘ্রই গ্রামের রাস্তাটি মেরামত করে দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাবুল হোসেন লস্কর, কিজির আহমেদ লস্কর, হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা।