বরাকের ছাত্র আন্দোলনের ওপর গ্রন্থের উন্মোচন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : বরাকের ছাত্র আন্দোলনের ওপর শিলচর গুরুচরণ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড০ স্বরূপা ভট্টাচার্যের গবেষণালব্ধ গ্রন্থের উন্মোচন হল। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোরহাট কলেজের অধ্যাপক, বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক দেবব্রত শর্মা। ত্রিপুরার অক্ষর পাবলিকেশন বইটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণ জ্ঞাপন বিভাগের অধ্যাপক চার্বাক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইমাদ উদ্দিন বুলবুল, কবি আকবর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অধ্যাপক দিলীপ দে।

অনুষ্ঠানের শুরুতে প্রকাশক সংস্থার কর্ণধার শুভব্রত দেব এই বইয়ের প্রকাশ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। লেখিকা স্বরূপা তাঁর গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে জানান, বইয়ে ১৯৭৩ থেকে ১৯৯৪ অবধি সময়সীমায় বরাকের ছাত্র আন্দোলনের তথ্য সন্নিবিষ্ট করা হয়েছে। সাতটি পর্যায়ে এটি বিভক্ত।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কমলেশ ভট্টাচার্য। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখিকার বাবা বরাকবঙ্গের কর্মকর্তা সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপক সেনগুপ্ত।

Author

Spread the News