কেশব সুরভির বানভাসিদের মধ্যে ত্রাণ বণ্টন
বরাক তরঙ্গ, ৮ জুলাই : কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে কুমারপাড়া সহ পার্শ্ববর্তী বন্যায় পীড়িতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সোমবার কাছাড় জেলার বন্যা কবলিত অঞ্চল কুমারপাড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, দুধ, মশা তাড়ানোর কয়েল, ব্লিচিং পাউডার, চুন, ফিটকিরি, ফেনাইল এবং ওআরএস ইত্যাদি। এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক অভিজিৎ নাথ, এক্সিকিউটিভ মেম্বার সজলকুমার দেব, গোপাল চন্দ এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভীর স্থানীয় কার্যকর্তা অজয় পাল ও দিব্যেন্দু দাশ। বন্যার জলে বিষম পরিস্থিতিতে বসবাস করা স্থানীয় জনগণের মধ্যে সুরভির কার্যকর্তাগণ তথা স্বয়ংসেবকদের বিশেষ সহায়তায় নৌকা দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী সমূহ।
সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, যেকোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংস্থা সবসময় গ্রামবাসীদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে পশু খাদ্যের ও ব্যবস্থা করবেন বলে তিনি গ্রামবাসীদের কথা দিয়েছেন এবং জল কমার পরে শিলচর শহরের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এসে একটি চিকিৎসা শিবিরের ব্যবস্থা করবেন বলে তিনি জানিয়েছেন। এই ত্রাণকার্যে গ্রামবাসীগণ যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণদের মতামত। আজকের এই ত্রাণ কাজে ৮০ সংখ্যার অধিক পরিবার উপকৃত হয়েছেন।