হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৮ জুলাই : হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। সোমবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নারাইনপুর পাঁচ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নিয়ারুন নেসা লস্কর নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অভিযানে ছিলেন ডিএসপি (হেড কোয়ার্টার), হাইলাকান্দি সদর ওসি সহ অন্যান্য পুলিশকর্মী।

ধৃত মহিলা আলি হোসেন লস্করের স্ত্রী। এবং মাদক ব্যবসায়ী লালনের বোন। এ দিন নিয়ারুন নেসার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন সহ ৮৯টি প্লাস্টিকের শিশি উদ্ধার করা হয়।

Author

Spread the News