শ্রীকোণায় সভা গণতান্ত্রিক মহিলা সমিতির
বরাক তরঙ্গ, ৯ জুলাই : নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শালচাপড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রীকোণায় এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার শিলা মণ্ডলের সভাপতিত্ব সভায় বক্ত্যব্য রাখেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির অসম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যা আরতি দেওয়ান, কাছাড় ও হাইলাকান্দি জেলা সম্পাদিকা রত্না দেব, সভানেত্রী প্রতিমা দাসপাল, আঞ্চলিক সম্পাদিকা শ্যামলী গুপ্ত, সন্তোষী দাস, সুধা চক্রবর্তী বিষহরি দাস এবং সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব।
বক্তারা বলেন, মহিলারা আজ নানাভাবে আক্রান্ত। প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। মহিলারা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বাদ পড়ছেন। সভায় সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না সাহা, শ্যামলী গুপ্ত, সুমনা দেব, পাপিয়া পাল। স্থানীয় শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।