অধিবেশন চলাকালীন লোকসভায় ভেতরে ‘রং বোমা’ ছুড়ল দুই যুবক, আটক

১৩ ডিসেম্বর : লোকসভায় ফিরে এল ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি। লোকসভার গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। সংসদের নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন। দুই যুবক লোকসভায় ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা করেন। দুজনকেই আটক করেছে পুলিশ। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। আচমকাই দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল সাংসদদের মধ্যে। আর এর নেপথ্যে রয়েছে বড়সড় নিরাপত্তা গাফিলতি।

সংসদের নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন____

কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদে ঢুকে পড়েছিল দুই অজ্ঞাতপরিচয় যুবক। অধিবেশন চলাকালীন আচমকা গ্যালারি থেকে সরাসরি ওয়েলে লাফ মারে তারা। ছুড়ে মারে কাঁদানে গ্যাসের গোলা। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে। পরে সংসদের নিরাপত্তারক্ষীরা ওই দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। সংসদের কার্যক্রম বেলা ২টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল।

লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। এদিনও সভার কার্যক্রম চলছিল। বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূল সাংসদ খগেন মুর্মু। হঠাতই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্যালারি থেকে লাফিয়ে নেমে পড়ে নীচে। যেখাানে সাংসদরা বসেন সেখানে। এরপর আতঙ্কিত সাংসদদের মধ্য দিয়েই একের পর এক টেবিল টপকে তারা চলে আসে ওয়েলে। সেখানে দুটি ক্যান ছুড়ে মারে তারা। সেই ক্যানগুলি থেকে মুহূর্তের মধ্যে হলুদ রঙের ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়া বিষাক্ত কিনা, অবিলম্বে তা নিশ্চিত করা যায়নি। ফলে, সাংসদদের মধ্যে লোকসভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

Author

Spread the News