মনোপ্রিয়া দেবের দু’টি গানের ভিডিও অ্যালবাম আপলোড
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : পুজোর মুখে রিলিজ হল উদীয়মান সঙ্গীত শিল্পী মনোপ্রিয়া দেবের দু’টি গানের ভিডিও অ্যালবাম আপলোড হল।শনিবার সন্ধ্যায় শিলচরের ইলোরা হেরিটেজ- এ ‘মনোপ্রিয়াস মিউজিকাল অ্যরা’ শিরোনামে দু’টি গানের ভিডিও অ্যালবাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করেন বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দৈনিক সাময়িক প্রসঙ্গ’র সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, অধ্যাপিকা শ্যামলী কর, অ্যালবামের সুরকার দিলীপ সিনহা, বর্ষীয়ান সমাজকর্মী বীণাপানি নাথ প্রমুখ। ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মঞ্জুল দেবও। উল্লেখ্য, মনোপ্রিয়া মঞ্জুল দেবের কন্যা।
রিলিজ অনুষ্ঠানে মনোপ্রিয়ার গান শুনে মুগ্ধ হয়েছেন সাংসদ, বিধায়ক-সহ অভ্যাগতদের সবাই। বক্তব্যে শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তাঁরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।