অধিবেশনের দ্বিতীয় দিনে ১০টি বিল পেশ, স্থাপিত হবে আরও দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে, বুধবার মোট ১০টি বিল পেশ করা হয়। এর মধ্যে দু’টি নতুন বিল এবং আটটি সংশোধনী বিল অন্তর্ভুক্ত। সমস্ত বিলই সদনে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। তিনি যে দুইটি নতুন বিল পেশ করেন, সেগুলো হলো নেরিম বিশ্ববিদ্যালয় বিল, ২০২৫ এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৫।

অন্যদিকে পেশ করা আটটি সংশোধনী বিল হল মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, তিব্বা স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, সোনোয়াল কছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, থেঙাল কছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫, বড়ো কছাড়ি ওয়েলফেয়ার স্বায়ত্তশাসিত পরিষদ (সংশোধনী) বিল ২০২৫ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ফি নিয়ন্ত্রণ) সংশোধনী বিল ২০২৫।

উল্লেখ্য, সদনে পেশ করা নতুন দুইটি বিলে নেরিম শিক্ষাপ্রতিষ্ঠানকে অসমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হবে। একইভাবে, আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৫–এর মাধ্যমে অসমে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। আজিম প্রেমজি ফাউন্ডেশন ১০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে, যেখানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়টি পলাশবাড়িতে স্থাপিত হবে এবং এটি হবে একটি অলাভজনক (নন-প্রফিট) প্রতিষ্ঠান।

এছাড়া, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ফি নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৫–এর মাধ্যমে এতদিন ফি নিয়ন্ত্রণ আইনের আওতার বাইরে থাকা সংখ্যালঘু–পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন থেকে এই আইনের নিয়মের অধীনে আসবে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত বিদ্যালয়গুলোর ফিও অন্য বেসরকারি স্কুলের মতো পর্যালোচনা ও নিয়ন্ত্রণের আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *