লক্ষীপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা তিন দিবসীয় জেলা ভিত্তিক কর্মশালা সমাপ্তি

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চলা এই কর্মশালা সম্পন্ন হল। বৃহস্পতিবার অন্তিম দিনে  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মশালার মহড়া প্রদর্শন করা হয়। পয়লাপুল পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় , লক্ষীপুর সার্কল অফিস এবং দিগর ফুলেরতল স্বাস্থ্য কেন্দ্রে মহড়া হয়। পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয় সংলগ্ন মাঠে তৈরি করা স্টেজিং এরিয়া থেকে আগে থেকে উপস্থিত থাকা উদ্ধারকারী দল উদ্ধারের জন্য রওনা দেয় এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটনা সংঘটিত হওয়া কেন্দ্র গুলিতে উদ্ধার কার্যের মহড়া প্রদর্শন করা হয়। আজকের এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শনে অংশ নিয়েছিলেন সিআরপিএফ বাহিনী দল, আসাম রাইফেল বাহিনীর দল, স্বাস্থ্য বিভাগের কর্মী, এসডিআরএফের দল অসম পুলিশ, প্রাকৃতিক দুর্যোগ বিভাগ সহ বিভিন্ন বিভাগের যৌথ এই কর্মশালায়  আপাতকালীন ব্যবস্থাকে উন্নত করার স্বার্থে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সমগ্র অসমের দশটি জেলার সঙ্গে লক্ষীপুর সম জেলায় জেলা ভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মশালার আনুষ্ঠানিকভাবে আরাম্ভ হয় ১৫ ডিসেম্বর লক্ষীপুর সমজেলার পয়লাপুলস্থিত পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *