ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, আসছে মাসের পর মাস বিল, ক্ষোভ (APDCL)

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : বিদ্যুৎ কোম্পানির অদ্ভুত কাণ্ড। ঘরে নেই বিদ্যুৎ তারপরও কোম্পানির গ্রাহক হয়ে গেলেন বহু লোক। অভিযোগ মতে ঘরে এখনো বিদ্যুৎ সংযোগ নেই, অথচ মাসের পর মাস আসছে বিদ্যুৎ বিল। ঘটনা ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর জিপির টুপিডহর দ্বিতীয় খণ্ড ফরেস্ট ভিলেজের। কেন্দ্র সরকারের প্রকল্প দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুতিকরণ যোজনা এক প্রকার প্রহসনে পরিনত হতে দেখা যাচ্ছে ধলাইয়ে।

গ্রামের নাগরিক সুকুমার দাস, পীযুষ কান্তি নাথ, সাবিত্রী দাস, প্রদীপরঞ্জন দাস, রিণা দাস, শেফালী দাস, মালতীরাণি দাস,  লাকু দাস, রীকেশ দাস, শঙ্কর রবিদাসরা সাংবাদিক ডেকে বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে গ্রামে বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়। আর তখন নিজেরাই চাঁদা তুলে গাড়ি লাগিয়ে খুঁটি টেনে আবার নিজেরা লাইন টানার কাজও করেন। তারা আরও বলেন, গ্রামে ৭২ টি পরিবার রয়েছে। এর মধ্যে ২৫ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এদিকে অনেক পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। খুঁটি মাটিতে পড়ে রয়েছে। কিন্তু গত ৬ মাস থেকে বিদ্যুৎ বিল আসছে তাদের কাছে। ঘরে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, অথচ কোম্পানি তাদের হাতে বিল ধরিয়ে দিচ্ছে। এনিয়ে ক্ষোভ ব্যক্ত করে বিষয়টি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এপিডিসিএল APDCL কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, আসছে মাসের পর মাস বিল, ক্ষোভ (APDCL)

Author

Spread the News