অপহৃত দুই শ্রমিককে উদ্ধার আসাম রাইফেলস ও মণিপুর পুলিশের

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : অসম-মণিপুর সীমান্তে ৩৭ নং জাতীয় সড়ক নির্মাণ কাজের স্থল থেকে অপহৃত দুই শ্রমিককে উদ্ধার করল আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দু’জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আসাম রাইফেলস সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে মণিপুরের তামেংলং জেলার অসম-মণিপুর সীমান্তের জাতীয় সড়কের একটি নির্মাণ সাইট থেকে অজানা সশস্ত্র দুর্বৃত্তরা আমির খান ও অর্জুন সিং নামে দু’জন শ্রমিককে অপহরণ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ দলগুলি তদন্ত ও অনুসন্ধানে নেমে এ সাফল্য পায়।

তদন্তেযৌথ দল লাংনোমে নির্মাণস্থল পরিদর্শন করেছে, পাশাপাশি মুক্তখোল, তাতবুং, লাংনোম এবং ফাইটোল গ্রামেও। ঘন জঙ্গল, চাষের ক্ষেত এবং সেইসাথে গ্রামে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং অভিযান চালায়।

নিরাপত্তা বাহিনীর অক্লান্ত পরিশ্রম এবং সুশীল সমাজের সহযোগিতায় উভয় ব্যক্তিকে বৃহস্পতিবার  বিকেলে উদ্ধার করা হয়। এ অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনী আহ্বান জানায়।

Author

Spread the News