মঙ্গলবার থেকে শুরু, রামমন্দিরে পুজো অনুষ্ঠানের সূচি প্রকাশ

১৬ জানুয়ারি : আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের (Ram mandir inaugration in Ayodhya) উদ্বোধনের আগে আজ থেকেই শুরু হচ্ছে অনুষ্ঠান। মঙ্গলবার থেকে উদ্বোধনের মুহূর্ত পর্যন্ত এক সপ্তাহব্যাপী রামমন্দিরে পুজো-অনুষ্ঠানের সূচি প্রকাশ করল মন্দির ট্রাস্ট।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে X হ্যান্ডেলে বলা হয়েছে, ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিটে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে শাস্ত্রীয় নিয়ম মেনে কিছু রীতি পালন করা হবে। যেমন ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দ্বাদশ অধিবাস নিয়ম পালিত হবে। এছাড়া দশবিধ স্নান, বিষ্ণু পুজো এবং সরযূ নদীর তীরে গো-পুজো করা হবে।

বুধবার রামের বিগ্রহ শোভাযাত্রা করে অযোধ্যায় পৌঁছবে। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গলঘটে করে জল নিয়ে আসবেন রামন্দিরে। ১৮ জানুয়ারি গণেশ অম্বিকা পুজো, বরুণ পুজোস মর্তিকা পুজো, ব্রাহ্মণ বরণ এবং বাস্তু পুজোর মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধনের পুজো-পাঠ শুরু হবে। শুক্রবার নবগ্রহ প্রতিষ্ঠা, শনিতে মন্দির পরিশ্রুতকরণ প্রক্রিয়া চলবে। ২১ জানুয়ারি অর্থাত্‍ রবিবার ১২৫টি কলসের জল দিয়ে রামের মূর্তিকে স্নান করানো হবে। আগামী সোমবার বিশেষ রীতি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা

Author

Spread the News