দেশ ও রাষ্ট্র গঠনে পড়ুয়াদের এগিয়ে চলার আহ্বান মন্ত্রী হাজরিকার

শিলচরে পড়ুয়াদের মধ্যে স্কুটি বিতরণ______

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : ২০২৩ বর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ বা ততোধিক নম্বরপ্রাপ্ত ছাত্র এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয়। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে রাজ্যের জল সম্পদ তথা জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করেন।

দেশ ও রাষ্ট্র গঠনে পড়ুয়াদের এগিয়ে চলার আহ্বান মন্ত্রী হাজরিকার

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পড়ুয়ারা ভাল করে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করে বরাকের আরও উন্নতি করতে হবে। বরাক উন্নতি হলে অসমের উন্নতি হবে। এবং দেশের পাঁচটি উন্নয়ন রাজ্যের মধ্যে অসম একটি হবে। মন্ত্রী বলেন, পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে রাজ্য সরকার এধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। রাজ্যজুড়ে শিক্ষার প্রচার ও প্রসার সহ শিক্ষার মানদণ্ড উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে “প্রজ্ঞান ভারতী” পরিকল্পনাও একটি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষার মাধ্যমকে হাতিয়ার করে দেশ ও রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী হাজরিকা। তিনি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য সমাপ্ত করেন।

দেশ ও রাষ্ট্র গঠনে পড়ুয়াদের এগিয়ে চলার আহ্বান মন্ত্রী হাজরিকার

এ দিন শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ কার্যসূচিতে অসম সরকারের “প্রজ্ঞান ভারতী” পরিকল্পনার অধীনে ‘ড. বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার’ বরাকের ২৯৩৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি তুলে দেন মন্ত্রী পীযূষ হাজরিকা।  গোটা অসমে ৩৫,৭৭০ জন ছাত্রছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয়। যার মধ্যে ৩০,২০৫ জন ছাত্রী ও ৫৭৬৩ জন ছাত্র রয়েছেন। কাছাড়ের ১২৩১ জন, করিমগঞ্জের ১২৪৯ ও হাইলাকান্দি জেলার ৪৫৪ জন ছাত্রছাত্রীরা স্কুটি পেয়েছেন। 

দেশ ও রাষ্ট্র গঠনে পড়ুয়াদের এগিয়ে চলার আহ্বান মন্ত্রী হাজরিকার

এদিনের অনুষ্ঠানে তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায় ও মিহিরকান্তি সোম, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও কণাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News