পঞ্চায়েত রোডের ভাড়া ঘর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৭ মে : শিলচর পঞ্চায়েত রোডে ভাড়া ঘর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার দুপুরে ‘আসিআনা’ এপারমেন্টের একটি পক্ষ থেকে জাহির আব্বাস (জাহিদ আহমেদ) তাপাদার নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার জুমার নামাজ শেষে খবরটি চাউর হলে লোকজন ওই ঘরে ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চরগোলা এলাকার বাসিন্দা। আসিয়ানা এপারমেন্টের মালিক পারভেজ আহমেদ বড়ভূইয়ার ভাইয়ের বয়ান মতে পাঁচ-ছয় মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছেন। জাহিদ আসাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে বলে জানান। শুক্রবার তিনি জুম্মার নামাজ থেকে বের হয়ে এ খবর জানতে পারেন। তিনি দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রয়েছে জাহিদের দেহ। এবং বিছানার উপর প্লাস্টিকের একটি চেয়ারও পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। তিনি আরও জানান মৃত যুবকের ছোট ভাই তাদের সঙ্গে জুম্মার নামাজে ছিল।

এদিকে, জাহিদের এক আত্মীয় ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছেন, তিনি বলেন, জাহিদের পা বিছানায় লেগে রয়েছে। এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা যায়। এসব দেখে তিনি খুন করা হয় বলে সন্দেহ করছেন। পুলিশে সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তুমি আশাবাদী।

Author

Spread the News