অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

দীপ দেব শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : শিলচর ট্রাঙ্ক রোডে অগপ কাছাড় জেলা কার্যালয়ে অসম গণ পরিষদ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। রবিবার জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও সংগঠনের শক্তিশালীকরণ নিয়ে বিস্তর আলোচনা হয়।সভায় নবনিযুক্ত জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার তাঁর বক্তব্যে বলেন, অসম গণ পরিষদ দীর্ঘদিন ধরে রাজ্যবাসীর পাশে থেকে নীতি-আইনের প্রণয়ন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণের অবদান ও চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে আসছে।

তিনি দলের নেতাকর্মীদের প্রতি আস্থা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নিকট ভবিষ্যতে কাছাড় জেলার প্রতিটি নির্বাচনে দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।সাধারণ সম্পাদক সুজিত শর্মা বলেন, মিত্র জোট সরকারের রাজ্যের উন্নয়নে যে অবদান রয়েছে, তা পূর্ববর্তী কোনো সরকার দিতে পারেনি। কেন্দ্রীয় সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল বরা ও কার্যকরী সভাপতি কেশব মোহন্ত দিনরাত রাজ্যের জনসেবায় নিবেদিত ভাবে কাজ করছেন। দলের কেন্দ্রীয় ও জেলা স্তরের সদস্যরা জনসংযোগ সজাগ রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার অপ্রতিদ্বন্দ্বী প্রচেষ্টা চালাচ্ছেন।সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা নবগোপাল দাস, কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদক মোমিনুল হক লস্কর, উপ-সভাপতিগণ সুব্রত দত্ত, তাজুল হোসেন চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য, সন্দীপ দে, রাজু সিনহাসহ জেলা সম্পাদকগণ রুমিম মাঝারভূইয়া, জেলা কমিটির আইনী উপদেষ্টা রিয়াজুল হক বড়ভূইয়া, আকতার লস্কর, গোপাল বর্মণ এবং অন্যান্য জেলা পদাধিকারীগণ ও কার্যকরী সদস্যবৃন্দ।

সভায় জেলা স্তরে বুথ কমিটির পূর্ণ গঠন, বুথ পর্যায়ে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর, অগপ শিলচর বিধানসভা কেন্দ্রের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), যুব পরিষদের জেলা সভাপতি রোপণ মোদক প্রমুখ শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।সভাটির মাধ্যমে অগপ কাছাড় জেলা কমিটির সক্রিয় পদক্ষেপ কাছাড় অঞ্চলের সামগ্রিক রাজনীতিতে নতুন গতিশক্তি যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভা শেষ হয় “জয় আই অসম” ধ্বনিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *