শিলচর শহরের মলমূত্র এবার বরাক নদীতে ফেলা হচ্ছে, সরব কংগ্রেস

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচর শহরের বিভিন্ন এলাকার মল মূত্র শিলচর পুরসভার গাড়িতে করে শিলচর কালাইন রোডে এনে নদীর ধারে ফেলা হচ্ছে। প্রথম এক গাড়ি শিলচর শহরের মলমত্র তারাপুর শিলচরের কালাইন রোড এলাকায় শিব মন্দিরের পাশে। ফেলে চলে যায় শিলচর পুরসভা গাড়িটি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা বাধা প্রদান করে কিন্তু বাধা মানতে নারাজ পুরসভার চালক। আবারও তিনি আরেক গাড়ি মলমূত্র নিয়ে এসে যখন ফেলেন সেই এলাকায় তখন এলাকার মানুষ একজোট হয়ে প্রতিবাদ করতে থাকেন। তাকে জিজ্ঞেস করা হলে কোন কিছুই সদোত্তর দিতে পারেননি। কখনো বলছেন এডিসি অর্ডার দিয়েছেন। কখনও বলেন ঠিকাদার অর্ডার দিয়েছেন। লিখিত কোন কাগজ দেখাতে তিনি পারেননি। এতে স্থানীয়দের মধ্যে খুব দেখা দেয় তারা বাধা প্রদান করেন এবং চাপে পড়ে শিলচর পুরসভা আবারও একটি জলের গাড়ি এনে সেইসব আবর্জনা ময়লা মলমূত্র পরিষ্কার করে দেয়।

এ দিকে, মঙ্গলবার পুরসভার এমন কাণ্ডে সরব হল কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সাংবাদিক সম্মেলন করে বলেন, সোমবার শিলচর পুরসভায় তারাপুরের শিব মন্দির ও জনবসতি এলাকাতে মল মূত্র ও আবর্জনা ফেলার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। অভিজিৎ পাল বলেন, জনবসতি এলাকায় মলমূত্র ফেলা উচিত হয়নি।

শিলচর শহরের মলমূত্র এবার বরাক নদীতে ফেলা হচ্ছে, সরব কংগ্রেস

তিনি বলেন, বিজেপি বরাক নমামি করে বরাক নদীকে পূজা করা হয়েছে আবার সেই বরাক নদীতে মলমূত্র আবর্জনা ফেলা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। বরাক নদীতে আবর্জনা ফেলার দরুন জল দূষিত হচ্ছে এবং এই নদীর জল পান করে যদি কোন মানুষের মৃত্যু হয় এর জন্য দায়ী কে হবে। তেলের টাকা চুরি করার জন্য মলমূত্র শিলচর শহরে জনবসতি এলাকায় ফেলার পরিকল্পনা নিয়েছে পুরসভা এমন অভিযোগ তুলেন অভিজিৎ পাল। তিনি বলেন, দায়িত্বের প্রতি অবহেলার দরুন পুরসভার নির্বাহী অফিসার  এডিসি রাজীব রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা হোক। যদি তা না হয় কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News