তিন মার যুবকের মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিতে পুলিশকে নির্দেশ আদালতের
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : তিন মার যুবকের মৃতদেহ নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে সমঝে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে গৌহাটি উচ্চ আদালত। বুধবার উচ্চ আদালতে চতুর্থ শুনানির পর অন্তিম সংস্কারের জন্য মৃতদেহ সমঝে নিতে বলা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট সহ অ্যাফিডেভিট দাখিল করা হয়েছে উচ্চ আদালতে। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তাদের কোন দ্বিমত নেই বলে উচ্চ আদালতে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। মৃত তিন যুবকের মধ্যে একজনের বাড়ি মণিপুর রাজ্যের ফেরজল জেলার তিপাইমুখ। রাজ্যের সীমান্ত এলাকা পর্যন্ত পূর্ণ নিরাপত্তা দিয়ে মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে সমঝে দিতে বলা হয়েছে নির্দেশে। এছাড়াও আগামী ৩০ আগস্টের মধ্যে আরও একটি অ্যাফিডেভিট জমা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন আগামী ১০ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কচুদরম থানা এলাকা থেকে তিনজন মার যুবক যথাক্রমে লালবিকুং মার, লালনউই মার, জসুয়া মারকে পুলিশ একটি অটো রিকশা থেকে আটক করেছিল। তাদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল পিস্তল ও বন্দুক। পরদিন ১৭ জুলাই ভোর রাতে বন্দুকের গুলিতে তাদের মৃত্যু ঘটে। এদের মৃত্যুর পর কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মহাতো ঘোষণা করেন এদের কে নিয়ে ভুবন পাহাড়ে তদন্তে নিয়ে যাওয়া হলে একদল উগ্রপন্থী অতর্কিতে গুলি চালায়। এতে তিন যুবকের মৃত্যু ঘটে। পুলিশের এই বয়ানের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় তিনজনের পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা দাবি করে বলেন, তিন মার যুবককে পুলিশের হেফাজতে পরিকল্পিত ভাবে গুলি করে।