জীবনদীপ বৃদ্ধাশ্রমে ইনভার্টার দান ব্যবসায়ী নুর ইসলামের
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান সহ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন শিলচর রামনগরের উদ্যোমী যুবক তথা ব্যবসায়ী নুর ইসলাম বড়ভূইয়া ওরফে পটল। উদিচি সংস্থা পরিচালিত উত্তর বারিকনগরের জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে বৃহস্পতিবার ইনভার্টার দান করলেন তিনি। এ ছাড়াও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন পটল বড়ভূইয়া। এদিন দুপুরে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসের সুপারিনটেনডেন্ট নিবেদিতা বর্মন ও প্রজেক্ট ইনচার্জ সুরবিতা দত্তের হাতে ইনভার্টার তুলে দেন তিনি।
এতে উপস্থিত ছিলেন রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর, শেখর দাস, আক্তার বড়ভূইয়া, জাকির তাপাদার, জুবাইর বড়ভূইয়া, শাহারুল ইসলাম বড়ভূইয়া, রাহুল আমিন বড়ভূইয়া, পাপ্পু লস্কর, আক্রম বড়ভূইয়া সহ অন্যান্যরা। এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর, নুর ইসলাম বড়ভূইয়ার এধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। বিগত দিনেও এই বৃদ্ধাশ্রমে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান। আগামী দিনেও যাতে এভাবে সমাজসেবা চালিয়ে যান এই আহ্বান জানান।
এদিকে, প্রজেক্ট ইনচার্জ সুরবিতা দত্ত ইনভেটার প্রদান করায় ও খাবারের আয়োজন করায় নুর ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানান।