বিজেপির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মানিকের

শিলচরে ২৪তম জেলা সমাবেশ সিপিএমের____

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বিজেপির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার শিলচরে সিপিএমের কাছাড় জেলা কমিটির ২৪তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই আহ্বান জানান বামনেতা মানিক সরকার।

বিজেপির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মানিকের

নরসিংটোলা ময়দানে আয়োজিত প্রকাশ্য সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে বলেন, ওদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হচ্ছে না তা নয়। তবে তা হতে হবে আরও ব্যাপক হারে। আত্মবিশ্বাসী হয়ে জঙ্গি মেজাজে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে। এ ছাড়া সমাবেশে বিজেপিকে তীব্র সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে কাছাড়ের জ্বলন্ত বিভিন্ন সমস্যা সহ দলের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। বিশেষ করে শহরে জমা জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, বেকারত্ব দূরীকরণ, বিকল্প মহাসড়ক নির্মাণ ও রেল যোগাযোগ উন্নত করার পাশাপাশি দলকে জেলাস্তরে মজবুত ও শক্তিশালী করে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা। এদিন দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য, সমীরণ আচার্য, দলের রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার, রেজামন্দ আলি বড়ভূইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজেপির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মানিকের

Author

Spread the News