কোভিডে ডাক্তার ও কর্মীদের উপর হামলা, ১২ জনের দশ বছরের কারাদণ্ড
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : কোভিড-১৯ চলাকালীন এক চিকিৎসকের উপর হামলার ঘটনায় ১২জন অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড হল। ঘটনাটি ঘটে ছিল ২০২১ সালে উদালিতে। গুয়াহাটি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে উদালি কোভিড কেয়ার সেন্টারে এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর পর এই হামলা হয়। ডাঃ সেউজ সেনাপতি, অন্যান্য চিকিৎসা কর্মীরা নির্মমভাবে আক্রান্ত হন। ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের উপর নৃশংস হামলার সঙ্গে জড়িত ১২জনকে হোজাই জেলার একটি আদালত দোষী সাব্যস্ত করেছে। আদালত ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করে, যা ন্যায়বিচারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, হামলায় গুরুতর আহত ডাঃ সেনাপতিকে পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছিল। মামলার ২৯ দিনের মধ্যে তিন নাবালক সহ ৩৬জনের নামে চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), দুর্যোগ ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইন (পিডিপিপি) এবং অসম মেডিকেয়ার সার্ভিস পার্সনস অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনস (হিংসা ও সম্পত্তির ক্ষতি প্রতিরোধ) আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই হামলা সমগ্র রাজ্যকে হতবাক করে এবং ব্যাপক জনসাধারণের ক্ষোভের জন্ম দেয়। হোজাইয়ের পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের প্রশংসা করেন। অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) তদন্ত দলের প্রশংসা করে এক্স-এ বলেন, “২০২১ সালের উদালি-হোজাইয়ে ডাক্তার হামলা মামলায় উপযুক্ত আদালত ১২ জন অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে এবং ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।”