বাঘের আতঙ্ক ধলাই পুনিখালে, পৌঁছেন বনকর্মীরা

বরাক তরঙ্গ,২২ নভেম্বর : ধলাইয়ের মহাদেবপুরে বাঘ আতঙ্ক। শুক্রবার রাত ৮টার দিকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে মহাদেবপুরের পুনিখাল অঞ্চলে। একজন পথচারী হঠাৎ বাঘ, বাঘ বলে চিৎকার শুরু করলে জড়ো হন মানুষ। পথচারীর চিৎকার তাৎক্ষণিক উপস্থিত কয়েকজনও বাঘ দেখেছেন বলে দাবি করেন। বাঘ এসেছে খবর ছাউর হতেই গোটা এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় বন বিভাগের হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে। ছুটে আসেন বনকর্মীরা। রাতের অন্ধকারে বনকর্মীরা বাঘের উপস্থিতি নিশ্চিত হতে এদিক ওদিক কিছু নমুনা সংগ্রহের চেষ্টা করেন যদিও, বাঘের উপস্থিতির কোন আলামত পাননি বন কর্মীরা। স্থানীয় কয়েকজনের দাবি তারা স্বচক্ষে ধান ক্ষেতে  বাঘ দেখেছেন। তারা বর্ণনা করেন মাঠে ধান ক্ষেতের মধ্যে বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছেন তারা। বন কর্মীরা বাঘের উপস্থিতির বিষয়ে সঠিক কোন আলামত না পেলেও স্থানিয়দের দাবি  উড়িয়ে দেননি।  তারা উল্লেখ করেন হতে পারে ব্যাঘ্র প্রজাতির কোন প্রাণী কিংবা তো অন্য কোন বন্য  প্রাণীও হতে পারে।

উল্লেখ্য গত এক নভেম্বর তারিখের রাতে হাওয়াইথং ফরেস্ট রেঞ্জের আওতাধীন রাজনগর গ্রামে গৃহস্থের গোয়াল ঘরে একটি মধ্যবয়স্ক গরু মৃত অবস্থায় উদ্ধার হয়। গরুটির গলার নিচ দিক সহ মুখের ভিতরের জিহ্বা খেয়ে নিয়েছিল কোন বন্যপ্রাণী। একদিন আগে একই অঞ্চল থেকে ব্যাঘ্র শাবক সাদৃশ্য একটি বন্যপ্রাণী  উদ্ধার করে বন বিভাগের কাছে সমঝে দিয়েছিলেন স্থানীয় মানুষ। এবার পুনিখাল, মাধবপুর বাঘ বেরিয়েছে খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট অঞ্চলে আবারও বাঘ আতঙ্ক দেখা দিয়েছে।

বাঘের আতঙ্ক ধলাই পুনিখালে, পৌঁছেন বনকর্মীরা

Author

Spread the News