সমাজ বিজ্ঞানের প্যাকেটে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, ফের থানায় কেন্দ্র ইনচার্জ

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : ম্যাট্রিক পরীক্ষার দ্বিতীয় দিনে কিছু কেন্দ্রে দেখা দিল বিশৃঙ্খলা। প্রশ্নপত্র পরিবর্তিত হয়েছে। সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্যাকেটের বদলে এসেছে সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র। পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতি বিরাজ করেছে। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড় শহরের ডিএন হিম্মতসিংহ উচ্চ বিদ্যালয়ে।

সূত্র জানায়, সোমবার মাধ্যমিক পরীক্ষায় সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রার্থীরা নিজ নিজ আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্রের প্যাকেট খুলে দেখেন ভেতরে শুধু সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে।

সমাজ বিজ্ঞানের প্যাকেটে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, ফের থানায় কেন্দ্র ইনচার্জ

সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করে থানায় নিয়ে প্রশ্নপত্রের প্যাকেট জমা দিয়ে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন নিয়ে আসেন। এ কাজ করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।

এ দিকে, বিটিসি শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং স্কুল পরিদর্শক জগদীশ প্রসাদ ব্রহ্মা সাংবাদিকদের জানিয়েছেন  লেবেলিং এবং প্যাকেটিং ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, প্যাকেটটিতে সামাজিক বিজ্ঞানের লেবেল থাকলেও প্রশ্নপত্র সাধারণ বিজ্ঞানের। প্রশ্নপত্রের প্যাকেটগুলো নিরাপদ অবস্থায় কোকরাঝাড় সদর থানায় হস্তান্তর করা হয় এবং নতুন প্যাকেট প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ পরীক্ষার প্রথম দিনেও একই ধরনের ঘটনা ঘটেছে।

এ দিকে, কাছাড়ের ভাঙ্গারপার বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে বলে এক সূত্রে জানা যায়। পনেরো মিনিট দেরিতে পরীক্ষা শুরু হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা। তাঁরা জানায়, প্রশ্নপত্রের জন্য না কি দেরি হয়েছে। তবে কেন্দ্রে দায়িত্বে থাকা কোন শিক্ষক এনিয়ে মুখ খুলেননি।

Author

Spread the News