ডিগ্রি পরীক্ষা নিয়ে সোনাই কলেজে সভা, গঠিত সেন্টার কমিটি

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : আসন্ন ডিগ্রি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার উদ্দেশে শুক্রবার সোনাই মাধব চন্দ্র দাস কলেজে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্নাতক পরীক্ষার সব দিক নিয়ে আলোচনা হয়।

সোনাই সার্কল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নিয়ম-নীতি মেনে কড়া নজরদারিতে নকল সংস্কৃতি পরিহার করে সুষ্ঠভাবে কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি আইনজীবী একে আজাদ লস্কর (রাজীব), অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর, সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল আহমেদ মজুমদার, অবসরপ্রাপ্ত বাস্তুকার আব্দুল গণি বড়ভুঁইয়া, উপাধ্যক্ষ ঋষিকেশ নাথ, সাংবাদিক মজবুল হক লস্কর সহ অন্যরা।

ডিগ্রি পরীক্ষা নিয়ে সোনাই কলেজে সভা, গঠিত সেন্টার কমিটি

দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মতে সোনাইর সার্কল অফিসার তথা একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমকে চেয়ারপারসন মনোনীত করে পরীক্ষার সেন্টার কমিটি গঠন করা হয়। এদিকে, স্নাতক পরীক্ষার এওসি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক খালেদ আজম মজুমদার ও অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর।

Author

Spread the News