অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত শিক্ষক আহমদ হোসেন

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : পাথারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত  অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন শিক্ষক আহমদ হোসেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী মওলানা আবুল কালাম আজাদের জন্মদিন জাতীয় শিক্ষা দিবসে এই সম্মান প্রদান করল সামাজিক সংগঠন প্রেড ফাউন্ডেশন। শনিবার প্রেড ফাউন্ডেশনের উদ্যোগে এবং সেন্ট্রেল পাবলিক স্কুল পাথারকান্দির সহযোগিতায় স্কুলে এক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জুড়বাড়ি হাজি কাসিম আলি হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আহমদ হোসেনকে পাথারকান্দির রূপকার, পাথারকান্দি কলেজ, বিএড কলেজ, ইসমাইলিয়া মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

এ দিনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাথারকান্দি কলেজের সহকারী অধ্যাপক ড০ সালিকুজ্জামান, পাথারকান্দি সেন্ট্রেল পাবলিক স্কুলের অধ্যক্ষা হিরামনি শৈকিয়া, মওলানা আব্দুল হাফিজ কাসিমি, প্রেড ফাউন্ডেশনের চেয়ারম্যান মওলানা এটিএম জাকারিয়া কাসিমি প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডিএফ এর কো-অর্ডিনেটর জুবাইর আহমেদ, ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর বিজয় দত্ত, অ্যাকাডেমিক অফিসার এএফ কালাম, রাজু ওয়ারিওরাস্ মার্শাল আর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু উবাইদা তাপাদার তামান্না ফেরদৌসী কলিম আহমেদ প্রমুখ।

অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত শিক্ষক আহমদ হোসেন

উল্লেখ্য, বিগত ২০১৫ সাল থেকে প্রেড ফাউন্ডেশন নিয়মিত ভাবে জাতীয় শিক্ষা দিবসে এক একজন শিক্ষাবিদ ও সমাজকর্মীকে এই সম্মাননা দিয়ে যাচ্ছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News