এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলা বিজেপির এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত করা হয় বৃহস্পতিবার। কাছাড় জেলা এসসি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য স্বাক্ষরিত এক নির্দেশে এই নিযুক্তি প্রদান করা হয়। কাছাড় জেলার সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে লক্ষীপুরে প্রভারী নিযুক্ত হয়েছেন অমলেন্দু লস্কর, উধারবন্দে অমলেন্দু রায়, শিলচরে শিল্পী দাস, ধলাইয়ে…