হাইলাকান্দিতে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন শুরু
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : হাইলাকান্দি জেলার ৭৩৪টি ন্যায্য মূল্যের দোকানে (রেশন দোকান) সোমবার থেকে রেহাই মূল্যের মশুর ডাল, চিনি এবং লবণ বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে জেলার ৭৩৪টি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, চলতি মাসের সামগ্রী গুলি ২০ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। সোমবার উদ্বোধনের দিন জেলার সব…