স্বচ্ছতাই সেবা সচেতনতা অভিযান অতিরিক্ত জেলা আয়ুক্তের

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : “স্বচ্ছতাই সেবা” অভিযানের অন্তর্গত শুক্রবার  হাইলাকান্দি জেলার মাটিজুরি পাইকান গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ এক সচেতনতা অভিযানের আয়োজন করা হয়। এদিন স্বচ্ছ হাইলাকান্দি গড়ে তোলার জন্য সচেতনতা শোভাযাত্রা আলোচনা সভা ও স্বচ্ছ ভারত অভিযান কার্যসূচীতে বহু লোক সমাগম হয়। এছাড়া শহর পার্শ্ববর্তী এলাকাকে আবর্জনা মুক্ত রাখতে বাঁশ তৈরি কয়েকটি ডাস্টবিন ও বণ্টন করা হয়। মাটিজুরি পাইকান জিপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিরিক্ত আযুক্ত তথা জল জীবন মিশনের জেলা ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিব রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ অফিসার জিলাস উদ্দিন লস্কর, পিএইচই কো-অর্ডিনেটর আব্দুল খালেক লস্কর, জিপি সভাপতি রাজেশকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বচ্ছতাই সেবা সচেতনতা অভিযান অতিরিক্ত জেলা আয়ুক্তের

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ত্রিদীব রায় জানান, আগামী ২ অক্টোবর থেকে সমগ্র দেশ স্বচ্ছতা ভারত সেবা দিবস পালন করা হবে। হাইলাকান্দি জেলাতে ও স্বচ্ছতাই সেবা অভিযানের অধীনে ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্বচ্ছতা বিষয়ক অনুষ্ঠান আয়োজন করা হবে। আবর্জনা মুক্ত ভারত গড়তে ছাত্রছাত্রীর মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি আহহ্বান  জানান।

স্বচ্ছতাই সেবা সচেতনতা অভিযান অতিরিক্ত জেলা আয়ুক্তের

তাছাড়া স্বচ্ছ গ্রাম গড়ে তুলতে শ্রমদান ও সচেতনতা র‍্যালির আয়োজনের উপর জেলা জুড়ে আয়োজিত হয়েছেন। জেলার চা বাগান ও নদীর পারগুলো পরিষ্কার করা হয়েছে। হাইলাকান্দি জেলাকে আরও পরিষ্কার ও স্বচ্ছ রূপ দিতে প্রতিটি জিপি এলাকায় আবর্জনা বহনকারী ট্রাই সাইকেল ও ই-রিকশা বণ্টন করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধেও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সজাগতা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে স্বচ্ছতাই সেবা প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে হাইলাকান্দি জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী ১ অক্টোবর এক ঘন্টা শ্রমদানের মাধ্যমেও হাইলাকান্দি জেলাতে স্বচ্ছতা অভিযান চালানো হবে। এদিকে, এদিন ত্রিদিব রায় স্বচ্ছতা রথ চালিয়ে পাইকান গ্রামে স্বচ্ছতাই সেবা অনুষ্ঠান শুভারম্ভ করলে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়।

Author

Spread the News