বন্যায় আটকা পড়লেন সুপারস্টার আমির

৫ ডিসেম্বর : গত দুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে চেন্নাইয়ের দুর্যোগ। ব্যপক ঘুর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা। জল জমে বন্যা পরিস্থিতি। আটকে রয়েছেন বহু মানুষ। দ্রুত উদ্ধারকারী দল নেমে পড়েছেন যথাসম্ভব মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে। এই বন্যাতেই আটকে পড়েছিলেন দক্ষিণের অভিনেতা বিষ্ণু বিশাল। সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন তাঁকে উদ্ধার করার মুহূর্তের ছবি। আর সেই ছবিতেই ধরা পড়লেন আমির খানও। ছবি দেখে স্পষ্ট হয়ে গেল যে এই দুর্যোগে চেন্নাইতে আটকে পড়েছিলেন সুপারস্টার আমির খানও।

তাঁকেও উদ্ধার করে বোর্টে করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়। দুই অভিনেতাই এখন সুরক্ষিত। যদিও খবরটা প্রকাশ্যে আসে বিষ্ণু বিশালের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। কারণ এখনও পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, ৫ ডিসেম্বর রাত পর্যন্ত আমির খান এই বিষয় সোশ্যাল মিডিয়ায় কিছুই জানাননি।

Author

Spread the News